*সাহানা দত্ত (কাজরী) - মা (৩ বছর), গোপাল ভাঁড়, সংসার সুখের হয় রমণীর গুণে, ভুতু, পটল কুমার গানওয়ালা, জয় কালী কলকাত্তাওয়ালী, গোয়েন্দা গিন্নি, দূর্গা, বন্ধন, সিঁদূর খেলা, রাগে অনুরাগে, তবু মনে রেখো, ঝাঁঝ লবঙ্গ ফুল, বেহুলা, অগ্নিজল, নাগলীলা, দাসী, সুভাষিণী

*শাশ্বতী ঘোষ - সীমারেখা, ঠিক যেন লাভ ষ্টোরি, বধূ কোন আলো লাগল চোখে, রাণী রাসমণী, মা দূর্গা, এস মা লক্ষী, কাজল লতা, এ আমার গুরুদক্ষিণা

*স্নেহাশিস চক্রবর্তী - স্ত্রী, ভালবাসা@কম, টাপুর টুপুর, আঁচল, ভজ গোবিন্দ, আদরিণী, জড়োয়ার ঝুমকো, বিকেলে ভোরের ফুল, বাক্স বদল, পিতা, কাছে আয় সই, বেনেবউ, তুমি রবে নিরবে, তা বলে কি প্রেম দেবনা, বিন্দি, কখনও মেঘ কখনও বৃষ্টি, ষোলআনা, জয়া, কৃষ্ণকলি তারেই বলি, অন্নপূর্ণা, বধূয়া

*অসিতা ভট্টাচার্য - আমার দূর্গা, বকুল কথা, রাশি, জানি দেখা হবে, দেবীপক্ষ, অগ্নিপরীক্ষা

*সুশান্ত দাস - প্রতিদান, রাধা, ছদ্মবেশী, স্বপ্নউড়ান, জয়ী, দ্বীপ জ্বেলে যাই, কে আপন কে পর

*লীনা গাঙ্গুলী - অদ্ভুতুড়ে, গাছকৌটো, সন্যাসী রাজা, অন্দরমহল, এই ছেলেটা ভেলভেলেটা, জলনুপুর, চোখের তারা তুই, ইষ্টি কুটুম, কেয়া পাতার নৌকো, ইচ্ছেনদী, পুন্যি পুকুর, কোজাগরী, সাত পাকে বাঁধা, হিয়ার মাঝে, কাজল ভ্রমর, বিন্নি ধানের খই, সোনার হরিণ

*ঋতম ঘোষাল - কিরণমালা, ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ, মায়ার বাঁধন

*সৌভিক চক্রবর্তী - সাত ভাই চম্পা, রূপকথা