উপকরন: মুরগীর স্টক ২.৫ কাপ। মুরগীর মাংস ১/৪ কাপ। চিংড়ি মাস ১/২ কাপ। ২ টেবিল চামচ টমেটু সস। ২ টা ডিমের কুসুম। কনফ্লাওয়ার ১.৫ টেবিল চামচ। চিনি ১ টেবিল চামচ। লবন ১.৫ চা চামচ। টেস্টিং সল্ট ১/৪ চা চামচ। লেবুর রস আধা চা চামচ। কাঁচা মরিচ ২ টা। লেমন গ্রাস।

প্রনালী: ডিমের কুসুম ২ টা ফেটে নিন। কনফ্লাওয়ার ২ টেবিল চামচ আলাদা করে মুরগীর স্টক এ গুলিয়ে নিন। কাঁচামরিচ ২টা লম্বা করে কেটে ২ ভাগ করে নিন। থাই সুপ তৈরির অন্যতম একটি উপাদান লেমন গ্রাস। এর কারনেই সুপ এ একটা সুন্দর সুবাস আসে। লেমন গ্রাস এর গোড়ার দিকটাতেই বেশি সুবাশ পওয়া যায় এটি লম্বা টুকরা টুকরা করে কেটে নিন। বাজারে কিংবা যেকোন সুপার স্টরে লেমন গ্রাস পাওয়া যায়। এখন মুরগীর স্টক এ চিংড়ি মাস, মুরগীর মাংস কুচি, চিনি এক টেবিল চামচ, লেবুর রস আধা চা চামচ, ডিম, টমেটু সস, টেস্টিং সল্ট, লেমন গ্রাস, কাঁচা মরিচ এবং গুলানো কর্নফ্লাওয়ার সকল উপকরন ভালো ভাবে মেশাতে হবে। এবার চুলায় একটি পাত্রে মিশ্রনটি ঢালুন। একদম অল্প আচেঁ রান্না করুন এবং নাড়তে থাকুন চুলার আগুন বেশি বাড়ানো যাবে না, বেশি আগুন হলে থাই সুপ ফেটে যাবে। এভাবে রান্না করুন যতক্ষন পর্যন্ত মাংস সিদ্ধ না হয়। এরপর নামিয়ে হালকা ঠান্ডা কিংবা গরম থাকতেই পরিবেশন করুন। পরিবেশনের সময় আপনার পছন্দমতন ধনচে পাতাসহ অন্যন্য পাতা দিয়ে সুন্দরভাবে পরিবেশন করতে পারেন।