ইংরেজি নতুন বছর উপলক্ষে গ্রাহকদের জন্য নতুন উপহার আনল ভারতের রিলায়্যান্স জিও। মাত্র ১৪৯ টাকায় রিচার্জ করলে প্রতিদিন মিলবে ১ জিবি ডেটা। চলবে ২৮ দিন। আগে রিচার্জের দাম ছিল ১৯৯ টাকা।

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানায়, ৩৪৯ টাকায় রিচার্জ করলে ৭০ দিনের জন্য মিলবে প্রতিদিন ১ জিবি করে ফোর জি ডেটা। ৪৫৯ টাকার প্ল্যান কমিয়ে করা হয়েছে ৩৯৯ টাকা। ৮৪ দিনের জন্য মিলবে ৮৪ জিবি ডেটা। ৪৪৯ টাকায় ৯১ দিনের জন্য পাওয়া যাবে ৯১ জিবি ডেটা।

এছাড়া ১৯৮ টাকায় রিচার্জ করলে মিলবে ৪২ জিবি ডেটা। চলবে ২৮ দিন। ৪৯৮ টাকায় রিচার্জ করলে মিলবে ১৩৬ জিবি ডেটা। চলবে ৯১ দিন।

সম্প্রতি মুকেশ আম্বানি এক অনুষ্ঠানে দাবি করেন, প্রতিমাসে ১০০ কোটি জিবি ডেটা ব্যবহার করেন জিও গ্রাহকরা। প্রতিদিন ৩.৩ কোটি জিবিরও বেশি ডেটা খরচ হয়। অন্যদিকে এক জরিপে দেখা গেছে, বিশ্বে ডেটা ব্যবহারে প্রথম স্থানে ভারত। প্রতিমাসে ১৫০ কোটি জিবি ডেটা ব্যবহার করেন ভারতীয়রা।