চলতি মাসে সনি হাজির হচ্ছে তাদের প্রথম কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট সমৃদ্ধ ফোন নিয়ে। তাদের নতুন ফোন দুইটি হচ্ছে এক্সপেরিয়া এক্সজেড১ প্রিমিয়াম ও এক্সপেরিয়া এক্সজেড১ প্লাস। ইতোমধ্যে অনলাইনে ফাঁস হয়েছে এ সংক্রান্ত নানা তথ্য। ফাঁস হওয়া তথ্যে জানা গেছে নামে দুইটি ফোন আনতে যাচ্ছে সনি। এ মাসে কনজিউমার ইলেকট্রনিকস শো বা সিইএস-২০১৮ তে সনি এ ফোন দুইটি আনবে। ফ্ল্যাগশিপ ডিভাইস দুইটিতে ব্যবহার করা হবে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮৪৫। জেডওয়ান প্লাস প্রিমিয়াম

ডিভাইসটিতে থাকতে পারে ৫ দশমিক ৫ ইঞ্চি ফোরকে ডিসপ্লে। যার রেজুলেশন হবে ২১৬০*৩৮৪০ পিক্সেল। সূত্র ফোন এরেনা। এতে থাকতে পারে ৬ গিগাবাইট র‍্যাম এবং ১২৮ গিগাবাইট ইন্টারনাল মেমোরি। এছাড়াও থাকবে মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুবিধা। ছবি তোলার জন্য পেছনে থাকতে পারে ১২ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা সেটআপ। এক্সপেরিয়া এক্সজেড১ প্লাস ডিভাইসটিতে থাকতে ৫ দশমিক ২ ইঞ্চি ডিসপ্লে। ৪ গিগাবাইট র‍্যামের পাশাপাশি মিলবে ৬৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরি। ২টি ডিভাইসেই থাকবে ওয়াইফাই, ব্লু টুথ, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও পানিরোধক সুবিধা। ডিভাইস ২টির মূল্য কতো হবে সে সম্পর্কে এখনো কোনো তথ্য জানা যায়নি। আগামী মাসে ডিভাইসটি বাজারে আসতে পারে।