মারা গেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবী। তার বয়স হয়েছিলো ৫৪ বছর। দুবাইতে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। সাথে ছিলেন স্বামী ও মেয়ে। গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

ঘটনায় আকস্মিকতায় এখনও বিহ্বল বনি কপূরের ভাই সঞ্জয় কপূর। সংবাদমাধ্যমের কাছে শ্রীদেবীর মৃত্যুর খবর জানিয়ে সঞ্জয় বলেন, “দুবাইতেই ছিলাম আমি। খবর পেয়ে এখন ফের সেখানেই ফিরে যাচ্ছি। ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে ঘটনাটা ঘটেছে। এর বেশি কিছু আমিও এখন জানি না।”

হিরো নির্ভর হিন্দি সিনেমার সংজ্ঞাটাই পাল্টে দিয়েছিলেন শ্রীদেবী। 'চাঁদনি', 'লমহে', 'মিস্টার ইন্ডিয়া', 'নাগিনা' হোক বা হালফিলের 'ইংলিশ ভিংলিশ' এবং 'মম'— প্রায় একার হাতেই ইন্ডাস্ট্রিকে একের পর এক সুপারহিট ফিল্মের উপহার দিয়েছেন তিনি। তাই বলিউডের প্রথম মহিলা সুপারস্টার তকমা পেতে খুব একটা দেরি হয়নি তাঁর।

শুধুমাত্র হিন্দি সিনেমাতেই নয়, তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড়— প্রায় পাঁচ দশক ধরে সব ক’টি ইন্ডাস্টিতেই নিজের ছাপ রেখে গিয়েছেন শ্রী। শিশুশিল্পী হিসেবে জীবন শুরু করে ফিল্ম ইন্ডাস্ট্রির এক নম্বর ব্র্যান্ডে পরিণত হয়েছিলেন তিনি। ২০১৩-তে ভারত সরকারের তরফ থেকে তাঁকে পদ্মশ্রী সম্মান দেওয়া হয়। তাঁর অকালপ্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে।