আজ সেলাই ফোঁড়াই সেগমেন্টে আপনাদের জন্য আরও একটি সেলাই এর টিউটোরিয়াল নিয়ে এলাম, এই টিউটোরিয়ালে দেখবেন কি করে ধাপে ধাপে তৈরি করবেন স্টাইলিশ নেক। তাহলে আর দেরি কেন আসুন দেখে নেওয়া যাক। ছবি কৃতজ্ঞতা - কারুকার্য

1 (1)

1 (2)

1 (3)

1 (4)

1 (5)

1 (6)

1 (7)

1 (8)

1 (9)

1 (10)

1 (11)

1 (12)

1 (13)

1 (14)

1 (15)

1 (16)

আরও কিছু তথ্য - 

কাপড় সেলাইয়ের নিয়ম ১. কাপড় সেলাইয়ের আগে জরুরি কিছু বিষয় সম্পর্কে জানতে হবে। ক. সঠিকভাবে মাপ নেওয়া ও খ. মাপ মতো কাপড় কাটা। কাপড় কাটার জন্য মাপের হিসাব জানতে হবে। যেমন-কাপড়ের লম্বা ও চওড়া মাপার জন্য মিটার গজ, ফুট, ইঞ্চি ও গিরা ব্যবহার করা হয়। মাপ নেওয়ার সময় খেয়াল রাখতে হবে কোন কোন অংশের মাপ নিতে হবে। ২. কাপড় সেলাই করার আগে প্রথমে যে পোশাক তৈরি করা হবে তার মাপ জানতে হবে। তারপর সেই মাপ অনুযায়ী কাপড়ে রঙিন চক দিয়ে দাগ দিতে হবে। কাপড় মেপে দাগ দেওয়ার সময় কিছু কাপড় বেশি রাখতে হয়। সেটা সেলাই এর ভেতরে থাকে। কোন পোশাকের জন্য কতটুকু কাপড় বেশি কাটতে হবে তা নির্ভর করে পোশাকের ধরণের উপর। ৩. কাপড় মেপে দাগ দেওয়ার পর কাপড় কাটতে হবে। ৪. তারপর সেই মাপ অনুযায়ী কাপড় সেলাই করতে হবে। পোশাকের অনেক জায়গায় জোড়া দিতে হবে। আবার অনেক জায়গায় ভাঁজ করে সেলাই করতে হবে। ৫. সেলাই করা হলে সেলাই এর জায়গাগুলো ইস্ত্রি করে সমান করতে হবে।