চীনে দুটি কার্গো জাহাজ ডুবির ঘটনায় পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত সাত জন নাবিক কেবিনের মধ্যে আটকা পড়ে আছে। দেশটির গুয়াংডং প্রদেশের দক্ষিণাঞ্চলীয় উপকূলের অদূরে দু’টি জাহাজের মুখোমুখি সংঘর্ষের ফলে ওই জাহাজ দুটি ডুবে যায়। রাষ্ট্রীয় গণমাধ্যম মঙ্গলবার একথা জানিয়েছে। খবর এএফপি’র। একটি জাহাজের কেবিন থেকে পাঁচজনকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া একজন স্টাফ মঙ্গলবার বিকেলে জানিয়েছে ভিতরে আরো সাতজন আটকা পড়ে রয়েছে এবং তারা জীবিত আছে। সিনহুয়া বার্তা সংস্থা’র রিপোর্টে একথা বলা হয়েছে। পিয়ার্ল নদী মোহনায় সোমবার স্থানীয় সময় ৩টায় দুর্ঘটনাটি ঘটে। সিনহুয়ার খবরে বলা হয়, কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে।