বন্দুকধারী মহিলার হামলা এবার ইউটিউবের সদর দফতরে। গুলিতে মারাত্মক আহত হয়েছেন ৪ জন। পুলিসের হাতে ধরা পড়ার আগেই আত্মঘাতী হয়েছেন ওই মহিলা।

মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার সান বার্নোর ইউটিউবের সদর দফতরে ঢুকে পড়েন এক মহিলা। নীচের তলায় ডাইনিং এলাকার মধ্যে ঢুকে গুলি চালাতে শুরু করেন। সূত্রের খবর, একটি শর্ট গান থেকেই ওই গুলি চালানো হয়। তবে কেন ওই মহিলা গুলি চালালেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

হামলাকারী মাহিলা গুলি চালানো শুরু করেতেই পুলিসের ৯১১ নম্বরে একের পর এক ফোন আসতে থাকে। কয়েক মিনিটের মধ্যেই ইউটিউবের সদর দফতরে পৌঁছে ‌যায় পুলিস। গুলিবিদ্ধ এক কর্মীকে উদ্ধার করে তারা। খোঁজ পাওয়া ‌যায় হামলাকারী মাহিলারও। আহতদের সানফান্সিস্কো জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ইউটিউবের এক কর্মী ভাদিম লাভরুলিক ট্যুইট করেছেন, ‘মনে হচ্ছিল ক্যাম্পাসে কোনও জঙ্গি ঢুকেছে। ফায়ার অ্যালার্ম বেজে ‌যাচ্ছিল। সবাই দ্রুত অফিস থেকে বেরিয়ে পড়লাম।’ প্রোডাক্ট ম্যানেজার টড শেরম্যান ট্যুইট করেছেন, ‘গুলির শব্দ পেয়ে আমরা সবাই উপরতলা থেকে নীচে নেমে আসছিলাম। নীচে এসে দেখলাম মেঝেতে রক্ত পড়ে রয়েছে।’

কেন গুলি চালালেন ওই মহিলা তা এখন স্পষ্ট নয়। তবে পুলিসের ধারনা পারিবারিক সমস্যা থেকেই মহিলা ওই কাজ করেছেন। সম্ভবত প্রেমিককে মারতেই তিনি ওই হামলা করেন। তবে এটি কোনও জঙ্গি হামলা নয়।