চিত্রনায়ক শাকিব খান ও নায়িকা অপু বিশ্বাসের বিচ্ছেদের খবর সবারই জানা। ফের আরো একবার নতুন মোর নিলো তাদের বিচ্ছেদের ঘটনা।

সোমবার (১৫ জানুয়ারি) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (অঞ্চল ৩) প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হেমায়েত হোসেনের কাছে দেওয়া জবানবন্দিতে নায়িকা অপু বিশ্বাস বলেন, ‌‘স্বামী শাকিব খানের সঙ্গে তিনি বিচ্ছেদ চান না। অপু বিশ্বাসের দাবি, তাঁদের দুজনের মধ্যে অন্যরা ভুল বোঝাবুঝির সৃষ্টি করেছে। শাকিব খান যে অভিযোগগুলো করেছেন এগুলো ঠিক নয়।’

শুনানিতে অপু বলেন, ‘আমি এখন বিচ্ছেদ চাই না। তা ছাড়া শাকিব খান যে অভিযোগগুলো করেছেন এগুলো ঠিক নয়। শাকিবকে আমি পাচ্ছি না, ভেবেছিলাম আজ এখানে আসবেন, আমাদের দেখা হবে। ওর সাথে সরাসরি দেখা করে কথা বললে হয়তো সব ঠিক হয়ে যেত। ওর জন্য আমি ধর্ম পর্যন্ত ত্যাগ করেছি। আমাদের মাঝে যে ভুল বোঝাবুঝি হয়েছে, তাঁকে আসলে অন্যরা ভুল বুঝিয়েছে।’

এদিকে সিটি করপোরেশনে অপু আসলেও আসেননি শাকিব খান। থাইল্যান্ডে একটি চলচ্চিত্রের গানের শুটিংয়ে ব্যস্ত আছেন তিনি। তবে তার হয়ে উপস্থিত ছিলেন আইনজীবী অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।

তিনি সাংবাদিকদের বলেন, ‘শাকিব খান এখন দেশের বাইরে শুটিং করছেন, যে কারণে তিনি আসতে পারেননি। তিনি আসলে কোন সমঝোতা চান না। তিনি তাঁর সিদ্ধান্ত পরিবর্তন করবেন না। শাকিবের এই বক্তব্য আমরা সিটি করপোরেশনের অঞ্চল ৩-এর প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পেশ করেছি।’

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর মাসে অপু বিশ্বাসকে তালাকের নোটিশ পাঠান শাকিব খান। তালাকের একটি কপি ঢাকা উত্তর সিটি করপোরেশনে পাঠানো হয়। তারই সূত্র ধরে সোমবার শুনানির দিন নির্ধারণ করা হয়। গত ২৪ ডিসেম্বর একটি চিঠির মাধ্যমে সোমবার সিটি করপোরেশনে হাজির হতে শাকিব খান ও অপু বিশ্বাসকে বলা হয়।

খবর- বিডি২৪লাইভ