জানুয়ারি মাসে তিনটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আর এর প্রভাবে কোনো কোনো এলাকার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের জানুয়ারি মাসের পূর্বাভাসে বলা হয়েছে, জানুয়ারিতে শৈত্যপ্রবাহে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে শীতের প্রকোপ বেশি পড়তে পারে। এই দুই অঞ্চলে মাঝারি ধরনের একটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এতে তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। দেশের অন্যান্য এলাকায় দুই থেকে তিনটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। মৃদু শৈত্যপ্রবাহে তাপমাত্রা কমে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, শৈত্যপ্রবাহের সঙ্গে সঙ্গে ঘন কুয়াশা পড়তে পারে। তবে নদী অববাহিকায় কুয়াশা বেশি পড়তে পারে। দেশের কোথাও কোথাও এলাকা দুপুর পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকতে পারে। আবহাওয়াবিদ আব্দুল কুদ্দুস জানান,পশ্চিম ও উত্তর–পশ্চিম দিক থেকে প্রবাহীত বাতাসের কারণে দেশের উত্তরাঞ্চলে শীত পড়ে থাকে। আগামীকাল বুধবার থেকে এসব এলাকায় কুয়াশা পড়বে। এর সঙ্গে সারা দেশেই তাপমাত্রা কমে আসতে পারে। সাধারণত তাপমাত্রা যদি টানা তিন দিন ১০ ডিগ্রি সেলসিয়াস বা এর কম থাকে, তাহলে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার কথা বলা হয়। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহীতে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেট ও সন্দ্বীপে ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।