সাত বছর বয়সী একটা ছোট্ট মিশুকে ভূতকে নিয়ে ধারাবাহিক ভূতু বাংলা ধারাবাহিকে ঝড় তুলেছিল বহু আগে। তার রেশ থাকতে থাকতেই হিন্দিতেও শুরু হয়েছে সেই ধারাবাহিক। সেখানেও দর্শকমনে জায়গা করে নিয়েছে ভূতু ওরফে আর্শিয়া।

কিন্তু এই জনপ্রিয়তার চাপেই কিন্তু ধারাবাহিকে কোপ পড়েছে অন্য দুই অভিনেতা-অভিনেত্রীর ওপর। কার্যত দুটি চরিত্রকে বাদ দিতে হয়েছে ভূতু থেকে। কিন্তু কেন?

জানা গিয়েছে, গল্পে ট্যুইস্ট আনতে একটি প্রেম পর্বও শুরু হয়েছিল। সেই দুই চরিত্রে ছিলেন সানা আমিন শেখ এবং কিংশুক মহাজন। সাধারণত ছোট পর্দায় গল্পের মোড় পরিবর্তনের জন্য অনেক সময় এমন স্ক্রিপ্ট করা হয়। কিন্তু ভূতুর জনপ্রিয়তাকে আরও হাইলাইট করতে এই প্রেমপর্বে কার্যত ইতি টানতে হল বলেই জানা গিয়েছে।তবে সানা- কিংশুকের মতে, ধারাবাহিকের প্রয়োজনেই এমনটা করা হয়েছে।