24 Live Bangla News

শীতের প্রয়োজনে ময়েশ্চারাইজার

শীতের আবহাওয়ার শুষ্কতার ফলাফল হয়ে দাঁড়ায় ত্বকের রুক্ষতা। মূলত শীতের এই আবহাওয়াই ত্বকের রুক্ষতার কারণ। যার কারণে ত্বকের কালচে দাগ, ঠোঁট ফাটা আর ত্বকের নানা সমস্যা দেখা দেয় শীতের এই পুরোটা সময়জুড়ে। বডি লোশন, অলিভ ওয়েল আর গ্লিসারিনের সাহায্যে ত্বকের আদ্রতা ধরে রাখতে হয়। এর পরেও অনেক সময় দেখা যায় ত্বকের নানাবিধ সমস্যা। তবে ত্বকের ধরন বুঝে উচিত এসব শীতের সময়ের ময়েশ্চারাইজার ব্যবহার করা।

ভেজলিন, ডাব, পন্ডস, প্যারাসুট, নেভিয়া, বরোপ্লাস, ইয়ার্ডলিসহ নানা নামিদামি ব্র্যান্ডের বডি লোশন ইত্যাদি ময়েশ্চারাইজার খুব সহজেই পাওয়া যাবে বাজারে। অর্ধের বডি লোশনের সঙ্গে গ্লিসারিন আর তার সমপরিমাণ পানি মিশিয়ে লোশন আর গ্লিসারিন মিশিয়ে ব্যবহার করলে বেশ ভাল সুফল পাওয়া যায়। সাময়িক কারণে হলেও ফলাফল ভাল দেয় এসব ময়েশ্চারাইজার। তবে পুরো শীত জুড়ে ত্বকের প্রয়োজনে উচিৎ ময়েশ্চারাইজার ব্যাবহার করা।

Read More Bangla News