উপকরণ:

পুর তৈরির জন্য: কোরানো নারিকেল ১ কাপ, গুড় ১-৪ কাপ, দারুচিনি ১টি, এলাচ ৩ টি (মাঝারি)।

খামি তৈরির জন্য: চালের গুঁড়া ১ কাপ, পানি ১ কাপ, তেল ১ চা চামচ, লবণ স্বাদমতো।

দুধের সিরা তৈরির জন্য: দুধ ১ লিটার, চিনি ১-৪ কাপ, কোরানো নারিকেল ২ টেবিল চামচ, খেজুরের গুড় ১-৪ কাপ।

প্রণালী: প্রথমে চুলায় একটি পাত্রে গুড়, কোরানো নারিকেল, এলাচ এবং দারুচিনি ঢেলে নেড়ে নিন। মিশ্রণটি হালকা আঠালো না হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। পুরটি তৈরি হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ফেলুন। এবার খামির তৈরির জন্য একটি পাত্রে ১ চা চামচ তেল দিয়ে তাতে পানি ও স্বাদ অনুযায়ী লবণ দিন। পানি ফুটে উঠলে তাতে চালের গুঁড়া ঢেলে দিন। পাত্রটি ৫ মিনিট ঢাকনা বন্ধ করে রাখুন। ৫ মিনিট পর মিশ্রণটি নেড়ে একটি নরম খামির তৈরি করুন। খামিরটি একটি প্লেটে নিয়ে গরম থাকা অবস্থায় প্রয়োজন মতো পানি ও চালের গুঁড়া দিয়ে মণ্ড তৈরি করুন। মণ্ডগুলোকে সমানভাবে ছোট ছোট বল বানিয়ে ভাগ করে নিন এবং গোল করে বেলে ফেলুন।