‘মিলনতিথি’ বলুন কি বলুক কথা। নায়িকার রূপে-গুণে বাংলার দর্শক মুগ্ধ। টেলি-পর্দায় যতটা মিষ্টি লাগে তাঁকে, বাস্তবেও তেমনই সুন্দর স্বভাবের মানুষ তিনি।

কাজের ফাঁকে কী করেন তিনি? জি বাংলা-র ধারাবাহিক ‘বকুল কথা’-র নায়িকা উষসী রায়কে ‘বকুল’ নামেই চেনেন বাংলা টেলিভিশনের দর্শক। এই মিষ্টি নায়িকা মহাব্যস্ত। ধারাবাহিকের শ্যুটিংয়ের কঠিন শিডিউল সামলে হাতে সময় থাকে খুবই কম। কিন্তু অবসর পেলে কী কী করতে ভালবাসেন অহনা?

খুব ভালবাসেন গান শুনতে, বিশেষ করে ‘কবীর সুমন’ ও ‘চন্দ্রবিন্দু’-র গান। এতটাই ভালবাসেন সুমনের গান যে গায়কের লাইভ পারফরম্যান্স মিস করতে চান না। মাস কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে একটা পোস্টও করেছিলেন

এছাড়া উষসী অত্যন্ত সমাজ সচেতন একজন মানুষ, চারপাশে যা কিছু ঘটে চলেছে সেই সম্পর্কে খবর রাখেন, প্রতিবাদও করেন। এই ক্ষেত্রে উষসী অনেকটাই ‘মিলনতিথি’র চরিত্র ‘অহনা’-র মতো বলা যায়। অহনা-কে টেলিভিশনের দর্শক এতটা পছন্দ করেন তার প্রধান কারণ এই যে অহনা অন্যায় সহ্য করে না। অবশ্য এমনটা না হলে আর কেনই বা ‘নায়িকা’!