24 Live Bangla News

বাড়ির মেঝে ও আসবাবপত্র ঝকঝকে রাখার দারুন বুদ্ধি

সাধারণত বাড়ির মঝেই বেশি নোংরা হয় কারন ধুলোবালি তো আসেই, সেই সঙ্গে বাইরে যাওয়া আসায় জুতোর কারণে আরো বেশি নোংরা হয়ে থাকে। অনেক সময় ঠিকঠাক মত যত্ন নিতে না পারলে স্থায়ী দাগ পড়ে যায় মেঝেতে।

বাড়িতে ছোট বাচ্চা থাকলে একটু বেশিই সতর্ক থাকা চাই এ ব্যাপারে। আর আসবাবে ধুলো ময়লা জমলেও দেখতে ভাল লাগে না। এর সমাধানে রইল কিছু ছোটখাট টিপস-

বাড়ির মেঝে অসম্ভব ময়লা লাগছে? কলার খোসা জমিয়ে সারারাত পানিতে ভিজিয়ে রাখবেন। পরের দিন সেই পানি ব্যবহার করুন ঘর মোছার কাজে।
প্রতিদিন মেঝে মুছতে ফিনাইল ব্যবহার করুন। প্রতিদিন ফিনাইল ব্যবহার না করে সপ্তাহে দুদিন ডেটল মেশানো পানি দিয়েও মুছে নিতে পারেন।
নোংরা কাপড়, ছেড়া কাগজ বা প্যাকেট ইত্যাদি রাখার জন্য বাড়িতে একাধিক ঝুড়ি ব্যবহার করবেন এতে ঘর নোংরা হবে কম।
প্রতিদিন ব্রাশ বা পাতলা সুতির কাপড় দিয়ে সব আসবাবপত্র মুছতে হবে। না হয় ময়লা জমে দাগ বসে যেতে পারে।
ব্যবহারের ফলে ফ্রিজ নোংরা হয় তাই সপ্তাহে একদিন ভেজা সুতির কাপড় দিয়ে ফ্রিজের বাইরেটা মুছে নিন।
কাঠের আসবাবের ময়লা দূর ও ঝকঝকে করতে চায়ের লিকার দিয়ে পোলিশ করতে পারেন। পোড়ামাটির জিনিসে সাধারণ রঙের নেইলপালিশ লাগান ঝকঝকে থাকবে।

Read More Bangla News