24 Live Bangla News

বিশ্বের শীতলতম গ্রাম ওয়েমইয়াকোনে

হাঁড় কাপানো নয়, হাড় ভাঙা শীত সেই গ্রামে। মাইনাস ৬২ সেলসিয়াসে হাঁড় তো ভাঙবেই, তাই না? এমন তাপমাত্রা রয়েছে সাইবেরিয়ার ছোট্ট একটি গ্রাম ওয়েমইয়াকোনে। এটিই এখন বিশ্বের শীতলতম গ্রাম।এমনই বরফ শীতল ঠাণ্ডা সেই গ্রামে যে মানুষের মুখেও তুষার জমাট বাঁধছে। এমনই একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন সেখানের এক বাসিন্দা। সূত্র দ্য সান। ছবিতে দেখা যায়, ওই নারীর চোখের পাতা ঠাণ্ডায় জমে তুষার বৃত্তে পরিণত হয়েছে। চোখের ভ্রু, কপালেও বরফ জমেছে।

গ্রামটির বাজারে স্থাপন করা ছিল একটি ডিজিটাল থার্মোমিটার। তাপমাত্রা ৬২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর পর সেটিও ভেঙে যায়। জানা গেছে, গ্রামের এক বাসিন্দা মাইনাস ৬৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করেছিলেন। এতে সবার ধারণা কর্তৃপক্ষের জানানো তথ্যের সঙ্গে আসল তাপমাত্রার পার্থক্য রয়েছে।

বিশ্বের সবচেয়ে শীতল শহর সাইবেরিয়ার কেন্দ্রীয় রাজধানী ইয়াকুটস্ক। সেখানে কিন্তু মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসেও দিব্যি সব কাজ চলছে।

Read More Bangla News