24 Live Bangla News

মেশিন ছাড়া ঘরেই চুল কার্ল করার সহজ উপায়

আজকাল চুলের ফ্যাশনের কোনো বাঁধা ধরা নিয়ম নেই। যার যা পছন্দ তাই চলছে। তার থেকে বড় কথা কার্ল চুল সে স্ট্রেইট করছে। আবার যার চুল স্ট্রেইট সে কার্ল করতে পছন্দ করেন। তবে লম্বা, স্ট্রেইট চুল সবার পছন্দ। বর্তমান সময়ে চুলের এই স্টাইলটি বেশ প্রচলিত। প্রাকৃতিকভাবে যাদের চুল স্ট্রেইট, তারা চুলের কিছু অংশ কোঁকড়া করতে পছন্দ করেন। বিশেষ কোনো অনুষ্ঠানে ভিন্ন লুক আনতে চুলগুলো নিচের অংশ কোঁকড়া করে ছড়িয়ে দেওয়া হয়। এই কোঁকড়া করার জন্য ছুটতে হয় পার্লারে, করতে হয় টাকা খরচ। আর নয় পার্লারে ছোটা, এইবার ঘরে করতে পারেন পার্লারের মত কোঁকড়া চুল। এমনকি এরজন্য প্রয়োজন নেই কোন স্টাইলারের। সম্পূর্ণ তাপ ছাড়া নিজেই করে নিতে পারেন চুল কোঁকড়া। কীভাবে? দেখে নিন ছোট এই ভিডিওর মাধ্যমে।

যা যা লাগবে: হেয়ার স্প্রে ক্লিপ বা ববি পিন পানি

যেভাবে করবেন: প্রথমে চুল দুই ভাগে ভাগ করে নিন। এরপর এক ভাগের চুলগুলোকে আলাদা আলাদা করে কয়েকটি ভাগ করুন। হাতে কিছুটা পানি স্প্রে করে নিন। এবার এই পানি দিয়ে ছোট ছোট ভাগ করা চুলে ম্যাসাজ করুন। তারপর দুই আঙ্গুল দিয়ে চুল রোল করে পেঁচিয়ে নিন। এবং সেটি ক্লিপ দিয়ে লাগিয়ে রাখুন। এইভাবে একপাশের সম্পূর্ণ চুলগুলো পেঁচিয়ে রোল করে নিন। একই পদ্ধতিতে অপরপাশের চুলগুলো পেঁচিয়ে রোল করে নিন। দুই পাশের চুল ভাল করে হেয়ার স্প্রে প্রয়োগ করুন। ৩০ থেকে ৬০ মিনিট চুলগুলোকে এভাবে রাখুন। তারপর আস্তে আস্তে চুল থেকে ক্লিপ খুলে নিন। আর দেখুন ম্যাজিক। চুল পার্লারের মত রোল হয়ে গেছে।

পদ্ধটি ভিডিওতে দেখুন …

Read More Bangla News