24 Live Bangla News

মাপ সহ মেয়েদের সালোয়ার কাটিং ও সেলাই

সালোয়ার পোশাকটি সাধারণত মেয়েরাই বেশি ব্যবহার করে থাকে। যেকোনো সালোয়ারেরই দুটি অংশ থাকে। যেমনঃ

১. কোমরের অংশ যাকে কোমর পট্টি বলে।

২. কোমরের নিচের অংশ যাকে পায়ের অংশ বলে।

 

সালোয়ারের প্রতিটি পায়ে আবার ৩টি অংশ থাকে। একটি হলো মধ্য অংশ যার দুই পাশে কলির দুটি অংশ জোড়া দিতে হয়। সালোয়ারের পায়ের মধ্য অংশের দুই পাশে দুই টুকরা কাপড় থাকে। এই দুই টুকরা কাপড়কে কলি বলে। এখন আমরা ১৫-২০ বছর বয়সের একটি মেয়ে পরতে পারবে এমন একটি সালোয়ার কিভাবে তৈরি করতে হবে তা আলোচনা করবোঃ

 

প্রথমে বলা যাক ১৫-২০ বছর বয়সী মেয়ের সালোয়ারের আনুমানিক সাইজ কেমন হবে। এক্ষেত্রে-

 

ঝুল ৪০ ইঞ্চি

কোমর পট্টির লম্বা ৭ ইঞ্চি ও চওড়া ৪০ ইঞ্চি

কোমরের নিচের অংশের লম্বা ৩৩ ইঞ্চি ও চওড়া ২০ ইঞ্চি

কোমর- ৪০ ইঞ্চি

হাই- ১৫ ইঞ্চি

হিপ- ৪০ ইঞ্চি

মুহুরী- ১৮ ইঞ্চি


এখন কিভাবে সালোয়ারের জন্য নির্ধারিত কাপড়টি কাঁটার নিয়মগুলো জেনে নেই:

 

এবার কিভাবে কাপড়টি সালোয়ারের মত করে সেলাই করতে হবে তা জানা দরকার। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবেঃ

 

সুবিধার জন্য বয়স অনুযায়ী সালোয়ারের কয়েকটি সাইজের আদর্শ মাপ নিচে দেওয়া হলোঃ

 

বয়স

মোট ঝুল

কোমরের অংশ

কোমরের নিচের অংশ

হাই

মুহুরী

লম্বা

চওড়া

মধ্যের অংশ

কলির অংশ

লম্বা

চওড়া

লম্বা

চওড়া

২-৩

১৬''

৫''

২২''

১১''

ঌ''

১১''

১২''

৮''

ঌ''

৩-৪

১৭''

৫''

২৩''

১২''

ঌ''

১২''

১২''

ঌ''

ঌ''

৫-৬

২২''

৫''

২৪''

১৭''

১০''

১৭''

১৩''

১০''

১০''

৭-৮

২৬''

৬''

২৬''

১ঌ''

১০''

১ঌ''

১৫''

১১''

১০''

ঌ-১০

৩৪''

৬''

২৮''

২৮''

১১''

২৮''

১৭''

১২''

১১''

১১-১৪

৩৮''

৭''

৩০''

৩২''

১২''

৩২''

১ঌ''

১৫''

১২''-১৪''

১৫-২০

৪০''

৭''-৮''

৩২''-৪০''

৩৩''

২০''

৩৩''

২০''

২০''

১৫''-২০''

 

সবশেষে বলা যায়, এভাবে শার্ট, প্যান্ট, ব্লাউজ, শিশুদের জামা ইত্যাদি অনেক কিছু তৈরি করা যায়। তবে মনে রাখা দরকার, বয়স অনুযায়ী যেকোনো পোশাক তৈরি করার সময় কাপড় কাটার সাইজ বা পরিমাপও ভিন্ন হবে। যেমন- ২০ থেকে ৩০ বছর বয়সের ছেলেদের হাফ হাতা শার্টের আনুমানিক সাইজ হবে নিচের মাপ অনুযায়ীঃ

 সূত্র - ইনফোকোষ 

Read More Bangla News