গুজরাটের এক নারী গর্ভ ভাড়া দেন। কিন্তু সন্তান জন্মানোর পর সেই সন্তানকে তিনি ভুলতে পারেন না। সন্তানকে নিজের সন্তান হিসেবেই মনে করতে থাকেন। সন্তানকে ফেরত চান। এমন এক মায়ের ভূমিকায় এবার অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। ‘জেসমিন’ নামের ছবিটিতে অভিনয়ের ব্যাপারে ঐশ্বরিয়ার সঙ্গে কথা হয়েছে জানিয়ে প্রযোজক নারায়াণ সিং বলেন, আমাদের পছন্দের প্রথম তালিকায় আছেন ঐশ্বরিয়া। তবে তিনি এখন অন্য একটি সিনেমায় অভিনয় নিয়ে ব্যস্ত আছেন। তার শিডিউলের উপর পরবর্তী পরিকল্পনা সাজানো হবে। ‘জেসমিন’ পরিচালনা করবেন তরুণ দুই পরিচালক সিদ্ধার্থ ও গরিমা। এর আগে ‘টয়লেট: এক প্রেম কথা’ ছবির পাণ্ডুলিপি লিখেছিলেন সিদ্ধার্থ ও গরিমা।

সেই ছবিটিও প্রযোজনা করেছিলেন নারায়ণ সিং। জেসমিন ছবির প্রযোজক নারায়ণ সিং বলেন, এটি গুজরাটের সত্য কাহিনি নিয়ে রচিত। এক নারী সন্তান চান না। তবে গর্ভ ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু সন্তান হওয়ার পর দেখা যায়, তিনি সন্তানের মায়ায় পড়ে যান এবং সন্তানকে ফেরত চান। তিনি আরো বলেন, ছবিটি ভিন্ন এক আমেজ নিয়ে আসবে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে। আর ঐশ্বরিয়ার ব্যাপারে নতুন করে বলা কিছু নাই। তিনি যোগ্যতা প্রমাণ করেই এতদূর এসেছেন। আশা করি তিনি ছবিটিতে দূর্দান্ত অভিনয় করে সবার মন জয় করবেন।

মূল খবর - আরটিভি অনলাইন