24 Live Bangla News

বিদ্যুতে বাড়তি বিল কমানোর ৬ উপায়!

দফায় দফায় বেড়েই চলছে বিদ্যুতের দাম। এখন তো বাড়ির বিদ্যুৎ বিল আরো বাড়বে। এ নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। তবে একটু বুদ্ধি খাটালেই আরো কমিয়ে অাসতে পারে আপনার বিদ্যুৎ বিল। এই বিল কমানোর আছে কিছু ভিন্ন উপায়। জেনে নিন বিদ্যুৎ বিল বাঁচানোর ৬টি উপায়:

১. রান্না করতে করতে বার বার ওভেনের দরজা খুলবেন না। বাইরে থেকেই দেখে বোঝার চেষ্টা করুন। দরজা খুললে তাপমাত্রা কমে যায়। আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে ওভেন বেশি বিদ্যুৎ ব্যয় হয়।

২. যখন মেশিন বা ইস্ত্রি ব্যবহার করবেন না তখন প্লাগ খুলে রাখুন। কারণ প্লাগ না খুলে সুইচ বন্ধ রাখলেও কিছুটা বিদ্যুৎ খরচ হয়।

৩. যখন ঘরে থাকবেন না অপ্রয়োজনে আলো, পাখা চালিয়ে রাখবেন না। সুইচ অফ করে রাখুন।

৪. গরমকালে এসি চালালে তরতর করে বাড়ে বিদ্যুৎ বিল। অপ্রয়োজনে এসি না চালিয়ে পাখা চালান। যদিও এখন শীতকাল চলে আসায় সেটাও প্রয়োজন হবে না। ফলে খরচ অনেক কমে যাবে।

৫. কম্পিউটার যখন ব্যবহার করবেন না তখন চালিয়ে রাখবেন না। বন্ধ করে রাখুন অথবা স্লিপ মোডে রাখুন। এতে বিদ্যুৎ কম খরচ হবে।

৬. অনেকেই বাড়িতে ডিশ ওয়াশার ব্যবহার করি। অনেক বাসন ধুয়ে নিন। কিন্তু হিট ড্রাই না করে বাতাসে শুকিয়ে নিন।

Read More Bangla News