24 Live Bangla News

বাজারে আসছে সনির স্ন্যাপড্রাগন প্রসেসরের ফোন!

চলতি মাসে সনি হাজির হচ্ছে তাদের প্রথম কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট সমৃদ্ধ ফোন নিয়ে। তাদের নতুন ফোন দুইটি হচ্ছে এক্সপেরিয়া এক্সজেড১ প্রিমিয়াম ও এক্সপেরিয়া এক্সজেড১ প্লাস। ইতোমধ্যে অনলাইনে ফাঁস হয়েছে এ সংক্রান্ত নানা তথ্য। ফাঁস হওয়া তথ্যে জানা গেছে নামে দুইটি ফোন আনতে যাচ্ছে সনি। এ মাসে কনজিউমার ইলেকট্রনিকস শো বা সিইএস-২০১৮ তে সনি এ ফোন দুইটি আনবে। ফ্ল্যাগশিপ ডিভাইস দুইটিতে ব্যবহার করা হবে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮৪৫। জেডওয়ান প্লাস প্রিমিয়াম

ডিভাইসটিতে থাকতে পারে ৫ দশমিক ৫ ইঞ্চি ফোরকে ডিসপ্লে। যার রেজুলেশন হবে ২১৬০*৩৮৪০ পিক্সেল। সূত্র ফোন এরেনা। এতে থাকতে পারে ৬ গিগাবাইট র‍্যাম এবং ১২৮ গিগাবাইট ইন্টারনাল মেমোরি। এছাড়াও থাকবে মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুবিধা। ছবি তোলার জন্য পেছনে থাকতে পারে ১২ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা সেটআপ। এক্সপেরিয়া এক্সজেড১ প্লাস ডিভাইসটিতে থাকতে ৫ দশমিক ২ ইঞ্চি ডিসপ্লে। ৪ গিগাবাইট র‍্যামের পাশাপাশি মিলবে ৬৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরি। ২টি ডিভাইসেই থাকবে ওয়াইফাই, ব্লু টুথ, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও পানিরোধক সুবিধা। ডিভাইস ২টির মূল্য কতো হবে সে সম্পর্কে এখনো কোনো তথ্য জানা যায়নি। আগামী মাসে ডিভাইসটি বাজারে আসতে পারে।

Read More Bangla News