ঢালিউড অভিনেতা শাকিব খান ও অপু বিশ্বাসের সংসার ঠিকিয়ে রাখতে সালিশের আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আগামী ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে ওই সালিশ। ইতোমধ্যে সালিশে হাজির হওয়ার জন্য নায়ক শাকিব খান ও অপু বিশ্বাসকে চিঠি পাঠিয়েছে ডিএনসিসি বলে জানা গেছে।

এর আগে গত ২২ নভেম্বর নায়ক শাকিব খান তালাকনামা পাঠায় স্ত্রী অপু বিশ্বাসকে। ৩ মাসের মধ্যে এই ডিভোর্স কার্যকর হওয়ার কথা রয়েছে। এরই প্রেক্ষিতে তালাকের বিষয়ে শুনানির জন্য শাকিব খান ও অপু বিশ্বাসকে ডেকেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। ১৫ জানুয়ারি ডিএনসিসি’র অঞ্চল-৩-এর অফিসে এ শুনানি হবে।

জানা গেছে, শুনানির দিনে যথারীতি তাদের বক্তব্য নেওয়া হবে। তারা যদি আবার স্বামী-স্ত্রী হিসেবে থাকতে রাজি হন তাহলে সংসার করবেন। প্রথম শুনানিতে কাজ না হলে তাদেরকে আরো দুবার নোটিশ দিয়ে শুনানি করা হবে।

এর মধ্যে তারা নিজেরা মিলমিশ করতে চাইলে ধর্মীয় রীতি মেনে তা করতে পারবেন। আর তা না করলে ৩ বার শুনানির পর নিয়মানুযায়ী তালাক কার্যকর হয়ে যাবে।