24 Live Bangla News

আবহাওয়ার পূর্বাভাস ৪ ডিসেম্বর ২০১৭,

সারাদেশেই শুরু হয়েছে শৈত্য প্রবাহ। জানুয়ারি মাসে ৩টি শৈত্যপ্রবাহের পূর্বাভাসের প্রথমটি ইতোমধ্যে দেশের উত্তরাঞ্চলের উপর দিয়ে বয়ে যেতে শুরু করেছে। প্রবাহের সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকার তাপমাত্রা কমে গেছে।

আজ বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে হাল্কা কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

আবহওয়া পূর্বাভাস সম্পর্কে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার। দিনের তাপমাত্রা হালকা হ্রাস পেতে পারে। আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিল ৮৩ শতাংশ।

আজ বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২৫ মিনিটে। আগামীকাল শুক্রবার সূর্যোদয় ৬টা ৪২মিনিটে। আজ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

Read More Bangla News