24 Live Bangla News

নতুন আবিষ্কার! ইনসুলিনের ইনজেকশন আর লাগবে না!

ডায়াবেটিস রোগীদের ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করতে নিয়মিত ইনসুলিন ইনজেকশন নিতে হয়। যন্ত্রণাদায়ক এই ইনজেকশন না নিলে ডায়াবেটিস রোগীদের বেঁচে থাকাই দুষ্কর। তবে সেই ধারণা মিথ্যা প্রমাণ করতে চাইছেন যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী।

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিকেল ইমাজিং অ্যান্ড বায়ো ইঞ্জিনিয়ারিং (এনআইবিআইবি)-এর গবেষকরা ডায়াবেটিস রোগীর শরীরে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ রাখতে অন্যতর পদ্ধতি আবিষ্কার করেছেন। এতে করে প্রতিদিন নিজের শরীরে যন্ত্রণাদায়ক ইনসুলিন ইনজেকশন নিতে হবে না।

ওই গবেষণার সঙ্গে যুক্ত রিচার্ড লিপম্যান জানান, সপ্তাহে মাইক্রো নিডলের সাহায্যে একটি প্যাচ অ্যাপ্লিকেশন শরীরে প্রয়োগ করতে হবে। এটি সম্পূর্ণ ব্যথাহীন। শরীরে ওই প্যাচটিই ইনসুলিনের উৎপাদন বজায় রাখতে সাহায্য করবে।

রিচার্ড লিপম্যান আরো জানান, ওই প্যাচ তৈরি হয়েছে এক ধরনের বাদামি শ্যাওলা থেকে। দীর্ঘদিন গবেষণা চালিয়ে অবশেষে সাফল্যের সন্ধান পেয়েছেন তারা।

Read More Bangla News