বর্তমানে আমাদের সংস্কৃতিতে মেহেদী  কতটা গুরুত্বপূর্ণ তা বোঝা যায় বিয়ে, ঈদ, পূজো, নববর্ষ এর মত উৎসবগুলোতে। আসলে বর্তমানে মেহেদী যেন অন্য এক উৎসবের নাম। আর এই উৎসবটি ছাড়া যেন কোন উৎসবই পরিপূর্ণতা পায় না। সেই আদিকাল থেকে মেহেদী দিয়ে হাত রাঙানোর চল চলে আসছে; যার চাহিদা আজও কমেনি বিন্দুমাত্র। বরং বেড়েছে বহুলাংশে।তবে হ্যা, মেহেদী ব্যবহারের ধরন পাল্টেছে। আগে আমরা মেহেদী দিতাম হাতের মাঝখানে বৃত্ত করে আর প্রতিটি আঙ্গুলে টুপির মতো করে। সেই মেহেদী এখন আর হাতের তালুতে সীমাবদ্ধ নেই। এখন মেহেদী  ডিজাইন হাতের কবজি, কনুই এবং কথনো কথনো বাহু পর্যন্ত হয়ে থাকে। শুধু হাত নয়, মেহেদী ব্যবহার করতে পারেন অন্য জায়গাগুলোতেও। আর জায়গা ভেদে মেহেদী ডিজাইনও হয় বিভিন্ন রকম। আজ এখানে কিছু দৃষ্টি নন্দন মেহেদী ডিজাইন শেয়ার করছি, আশা করছি ডিজাইনগুলো আপনাদের ভালো লাগবে।