24 Live Bangla News

আবহাওয়ার পূর্বাভাস ২ জানুয়ারি ২০১৮, হতে পারে বৃষ্টি

আজ চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং সিলেট, বরিশাল ও খুলনা বিভাগের দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

ঢাকা ও ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্ভাবাসে বলা হয়েছে উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৫-১০ কি.মি. বেগে বাতাস বয়ে যেতে পারে। সেই সঙ্গে আকাশ আংশিক মেঘলা ও প্রধানতঃ শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তীত থাকতে পারে ।

আজ ভোর ৫টা থেকে পরবর্তী ৩ থেকে ৪ ঘন্টার মধ্যে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। যার কারণে দৃষ্টিসীমা ৫০০ মিটার বা তার চেয়ে কমে যেতে পারে। এসব এলাকায় চলাচলকারী নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তবে কোন সতর্ক সংকেত দেখাতে হবে না।

Read More Bangla News