উপকরণ - লেটুস পাতা- ৩/৪ মাঝারি সাইজ, তুনা , ইংলিশ শসা- ১টা মাঝারি , টমেটো - ১টা মাঝারি , পিকল মিনি শসা- ৫/৬ টা , অলিভ স্লাইস ( সবুজ ও কালো)- ২ টেবিল চামচ , Capsicum (ঝালহীন এক ধরনের মরিচ) - আধা , অলিভ অয়েল- ১টেবিল চামচ , আমেরিকান সালাদ ড্রেসিং- ৩ চা চামচ , লেবু - ১টা(বড়) , লবন - পরিমাণমত

প্রণালী -
টুনায় একটু লেবুর রস, ১চা চামচ অলিভ অয়েল, ১চা চামচ সালাদ ড্রেইং, দিয়ে ৫ মিনিটের জন্যে আলাদা করে রেখেদিন। তারপর, লেটুসপাতা, শসা, টমেটো, Capsicum, কেটে- অলিভ, আধা লেবুর রস, ১চা চামচ অলিভ অয়েল, ১ টেবিল চামচ সালাদ ড্রেসিং, ও লবন দিয়ে মিক্সড করেনিন। ডিশ এ রেখে উপরে মিনি শসা ও লেবুর টুকরো দিয়ে সাজিয়ে দিন।