24 Live Bangla News

সবচাইতে সহজ ফেস প্যাক তৈরির উপায়

ফেসপ্যাক তৈরির উপকরণ: দুই চা চামচ মধু, অর্ধেকটা লেবুর রস। আর কিছুই না, শুধু এই দুইটিই উপাদান।

একটি বোলে মধু এবং লেবুর রস ভালো করে মিশিয়ে নিন। মুখ ভালো করে ধুয়ে এই মিশ্রণ মুখে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। প্রথমে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে পরে ঠাণ্ডা পানির ঝাপটা দিয়ে মুখ ধুয়ে নিন। এতে ত্বকের রোমকূপগুলো বন্ধ হয়ে যাবে। এরপর মুখ আলতো করে ধুয়ে নিন। রাত্রে ঘুমাতে যাবার আগে এই ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। ব্যবহারের পর ভালো একটি ময়েশ্চারাইজার দিন মুখে।আপনি যদি চান তাহলে এর আগে মুখে স্টিম দিতে পারেন। তবে এক্সফলিয়েট করার পর এটা মুখে দেবেন না, লেবুর রসের কারণে মুখ জ্বলতে পারে।

এই ফেসপ্যাকের উপকারিতাগুলো হলো-

ব্রণ দূর করে, মুখ পরিষ্কার করে, রোমকূপগুলো ছোট করে, ত্বক মসৃণ করে, জ্বালাপোড়া দূর করে, দীপ্তি নিয়ে আসে, ত্বকের শুকনোভাব দূর করে

Read More Bangla News