মাথায় এক গোছা কালো চুল কে না চায়। কিন্তু তার মধ্যে যদি মাথার মাঝ খান থেকে কয়েকটা পাকা চুল উঁকি মারে, তখন যেম বুক ধড়পড় করে ওঠে। সঙ্গে সঙ্গে পার্লারে গিয়ে চুল রং করিয়ে নিতে হয়। কিংবা চুপি চুপি বাড়িতে নিজেই রং করিয়ে নিতে হয়। চিন্তিত হবার কিছু নেই। সমস্যা যখন আছে, আছে তার সমাধানও। সেই সমাধান রয়েছে আপনার রান্নাঘরেই।  কিন্তু এই রংয়ের যে কেমিক্যাল থাকে তা আদপে চুলের পক্ষে হানিকারক। কিন্তু সমস্যা যখন আছে, তার সমাধানও রয়েছে। সেই সমাধান রয়েছে আপনার রান্নাঘরেই।

আদা, এক চামচ অলিভ অয়েল এবং এক চামচ মধু। কী ভাবে বানাবেন এই মিশ্রণ? এই মিশ্রণ বাড়িতে বানানো মোটেই কঠিন নয়। প্রথমে আদাটিকে ভাল করে গ্রেট করুন। সেখান থেকে আদার রস বের করুন। এর পরে একটি পাত্রে আদার রস ঢেলে, তার সঙ্গে মধু ও অলিভ অয়েল মেশান। এ বারে ভেজা চুলে এই মিশ্রণ লাগান। শাওয়ার ক্যাপ পরে ৪০ মিনিট রেখে দিন। এর পরে শ্যাম্পু করে নিন। শুধু চুল কালো রাখা না। চুল পড়া কমায়, খুশকি কমায়। চুলের গোছ বাড়ায়।