24 Live Bangla News

দাম বেড়েছে স্বর্ণের

আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতির পর দেশের বাজারেও বাড়ল স্বর্ণের দাম।আজ রোববার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে। এতে প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ এক হাজার ৪০০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। আগামীকাল সোমবার নতুন দর কার্যকর হবে।

নতুন দর অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম)

৪৯ হাজার ৩৩৯ টাকা, ২১ ক্যারেট ৪৭ হাজার ১২৩ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ৪১ হাজার ৮৭৪ টাকায়। আর সনাতন পদ্ধতির সোনার ভরি দাঁড়াবে ২৫ হাজার ৬৬১ টাকা।

রোববার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ৪৭ হাজার ৯৩৯ টাকা, ২১ ক্যারেট ৪৫ হাজার ৭২৩ টাকা, ১৮ ক্যারেট ৪০ হাজার ৪৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ২৪ হাজার ৭৮৬ টাকায় বিক্রি হয়।

অর্থাৎ ২২, ২১ ও ১৮ ক্যারেটে ১ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরিতে ৮৭৫ টাকা দাম বাড়ছে।

স্বর্ণের দর বাড়লেও রূপার দাম অপরিবর্তিত থাকবে। প্রতি ভরি রূপা ১ হাজার ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

Read More Bangla News