24 Live Bangla News

বেসিনের পাইপের ময়লা দূর করতে কিছু টিপস

বেসিনের পাইপে ময়লা জমে পানি নির্গমন বন্ধ হয়ে গেলে পড়তে হয় বিড়ম্বনায়। খুব সাধারণ কয়েকটি পদ্ধতি অবলম্বন করে বন্ধ হয়ে যাওয়া পাইপ করে ফেলতে পারেন একেবারে আগের মতো। লবণ, বেকিং সোডা, ভিনেগারসহ কয়েকটি উপাদানের সাহায্যে কীভাবে বেসিনের পাইপ পরিষ্কার করবেন জেনে নিন।

আধা কাপ লবণ ঢেলে দিন বেসিনের ড্রেনে। দুই লিটার পানি ফুটিয়ে গরম পানি ঢেলে ঠিক আধা ঘণ্টা পর। ধীরে ধীরে ঢালবেন পানি। দুই লিটার পানি ঢালা হলে আরও খানিকটা গরম পানি ঢালুন যেন লবণ পুরোপুরি দূর হয়। লবণের সঙ্গে সঙ্গে দূর হবে জমে থাকা ময়লাও।

পানি ফুটিয়ে কয়েক চামচ ডিটারজেন্ট মেশান। ফেনা উঠে গেলে ঢেলে দিন বেসিনে। এটিও পাইপে জমে থাকা ময়লা দূর করতে সাহায্য করবে।

আধা কাপ বেকিং সোডা দিয়ে দিন বেসিনের নেটের ওপরে। কিছুক্ষণ অপেক্ষা করে সাদা ভিনেগার ঢেলে দিন এক কাপ। শেষে গরম পানি দিয়ে দিন। দূর হবে ময়লা।

বেকিং সোডা ও গরম পানির সাহায্যেও দূর করতে পারবেন বেসিনের পাইপে জমে থাকা ময়লা।

সূত্র: বাংলা ট্রিবিউন

Read More Bangla News