সাহিত্যিক রূপক সাহার 'তরিতা পুরাণ' এর গল্প অবলম্বনে স্টার জলসায় আসছে নতুন টেলি সিরিজ 'ভূমিকন্যা'। 

মা মনসার আরেক নাম হল তরিতা। এই কাহিনি যাঁকে নিয়ে, তাঁর নামও তরিতা। মা মনসার আশীর্বাদধন্য তরিতা মায়ামিতে সর্পবিদ্যায় শিক্ষানবিশী সেরে দেশে ফেরার পর অ্যান্টি ভেনম সিরাম তৈরির কারখানা খোলার ইচ্ছায় সুন্দরবনের দয়াপুরে গেলেন। সেখানে গিয়ে তিনি প্রভাবশালী ব্যবসায়ী চন্দ্রভানুর বিরোধিতার মুখে পড়লেন। আশ্চর্যের ব্যাপার, মঙ্গলকাব্যে দেবী মনসা আর চাঁদ সওদাগরের মধ্যে যা ঘটেছিল, দয়াপুরেও তাই ঘটতে লাগল তরিতা ও চন্দ্রভানুর মধ্যে। দু’জনের লড়াইতে জড়িয়ে পড়ল হারপেটোলজিস্ট অঙ্কুশ, এ ভি এস কারখানায় চাকরি করতে গিয়ে। শেষ পর্যন্ত কি মা মনসার মতো নারীশক্তির জয়ধ্বজা ওড়াতে পারলেন তরিতা? চন্দ্রভানু কি তাঁর বশ্যতা স্বীকার করলেন? জীবনযুদ্ধে হারতে হারতে অবশেষে অঙ্কুশও কি ফিরে পেল তার প্রেমিকা উষসীকে। টানটান এই কাহিনিতে তার উত্তর মিলবে।