24 Live Bangla News

পহেলা বৈশাখ এর জন্য দারুন কিছু শাড়ির ডিজাইন

আসছে আর কিছুদিন পরেই পহেলা বৈশাখ, বাংলা নতুন বছরের প্রথম দিন। পহেলা বৈশাখে নতুন শাড়ির কিছু ডিজাইন দেখে নিন।  

বৈশাখে বাঙালি সাঁজ! আমাদের সংস্কৃতি আর আমাদের ঐতিহ্য কে ধারণ করাই বৈশাখের আনন্দ। তাই নতুন বাংলা বছরে শয়াবি চায় সুন্দর করে নিজেকে বাঙালি ঢঙ্গে সাঁজাতে। বর্ষবরণে নিজেকে নতুনরুপে সাজাতে সবাই শাড়িটাকেই প্রাধান্য দেন। শাড়িই বৈশাখের সাজের অন্যতম অনুষঙ্গ। বর্ষবরণে বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতিকে পুরোপুরি ফুটিয়ে তুলে শাড়ি।

বৈশাখে সুতি শাড়ি বেছে নেওয়া ভালো।আগে সাদা-লাল পাড়ের শাড়ি পরা হতো, কিন্তু এখন নানা রঙের শাড়ি পরা হয় বৈশাখে। বৈশাখের নানা রঙের শাড়ি পরে মেয়েরা। একরঙা সুতি শাড়িতে চিকন পাড় ভালো লাগে।যেহেতু গরম তাই হাফহাতা বা স্লিভলেস ব্লাউজ পরতে পারেন। আবার শাড়ির সাথে মিল রেখে বাটিকের ব্লাউজ পরতে পারেন। এই দিনে শাড়ি বাঙালী স্টাইলে পরলেই ভালো লাগবে।

অনেকেই শাড়ির বদলে গরমের জন্য সালোয়ার-কামিজ, ফতুয়া পরতে পছন্দ করে। যেহেতু উৎসবটি একেবারে দেশীয় সংস্কৃতির তাই মেয়েদের জন্য শাড়ি, আর ছেলেদের জন্য পাঞ্জাবীটাই বেশি মানানসই।

ছবি - ইন্টারনেট থেকে সংগ্রহীত

Read More Bangla News