কলা এবং মধুর কন্ডিশনার:
অনেকেই আছেন যারা কলা খেতে পছন্দ করেন না,কলা বাড়িতে পরে অনেকসময় নষ্ট হয়। তারা কলা ফেলে না দিয়ে কাজে লাগান। কলার সঙ্গে মধু ভালো করে মিশিয়ে প্যাক বানান। এই প্যাকটি চুলে কন্ডিশানার হিসেবে ব্যবহার করতে পারেন। এটি একটি খুব ভালো এবং কার্যকরী কন্ডিসানার। সপ্তাহে দু’বার এই কন্ডিশানারটি ব্যবহার করতে হবে।

ডিম এবং লেবু:
যদি দেখেন আপনার চুল পুরোপুরি ডামেজ হয়ে গেছে তাহলে ডিম দিয়ে তৈরি কন্ডিশানার আপনাদের জন্য খুবই উপকারী। ডিম আপলার চুলকে প্রোটিন দেয় যা আপনার চরলের রুক্ষতা দূর করে। ডিমের সঙ্গে লেবুর রস মিশিয়ে প্যাক বানিয়ে চরলে লাগান ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

অ্যালো ভেরার সঙ্গে অলিভ অয়েল:
চার থেকে পাঁচ টেবিল চামচ অ্যালো ভেরা জুস,২-৩ চামচ ডিমের সাদা অংশ এবং ৩-৪ চামচ অলিভ অয়েল একটি পাত্রে মেশান। অলিভ অয়েল মেশানোর আগে গরম করতে ভুলবেন না। আপনি যদি দু থেকে তিন মাস ধরে সপ্তাহে দু-তিন বার এই কন্ডিসানারটি লাগান তাহলে অবশ্যই উপকার পাবেন।

নারকেল তেল এবং মধু:
নারকেল তেলের সঙ্গে মধু মিশিয়ে চুলে লাগান,এটি একটি অন্যতম হ্যান্ডমেড কন্ডিশানার। এক চামচ মধুর সঙ্গে দু-চামচ নারকেল তেল মেশান। তারপর মিশ্রণটি চুলে ভালো করে লাগান।