এই প্রথম গেইমিং নোটবুক এনেছে শাওমি কোম্পানি। এ নোটবুকের নাম দেওয়া হয়েছে এমআই গেইমিং ল্যাপটপ। সাংহাইয়ে এমআই মিক্স ২এস এর উদ্বোধনী অনুষ্ঠানে শাওমি এই নোটবুক প্রদর্শন করে বলে জানায় এনগ্যাজেট।

১৫ দশমিক ৬ ইঞ্চি আকৃতির নোটবুকটিতে আছে এনভিডিয়া জিফোর্স জিটিএক্স ১০৬০ জিপিইউ, সপ্তম প্রজন্মের ইন্টেল কোর আই৭ সিপিইউ ও গেইমিং কিবোর্ড। এছাড়াও, হাই এন্ড মডেলের ডিভাইসটিতে আছে ১৬ র‍্যাম, ২৫৬ জিবি এনভিমি এসএসডি ও ১ টেরাবাইট হার্ড ডিস্ক। নোটবুকের দাম ধরা হয়েছে এক হাজার চারশ’ ৪০ ডলার।

অন্য মডেলে আছে এনভিডিয়া জিটিএক্স ১০৫০ টি গ্রাফিক্স, ৮ জিবি র‍্যাম, ১২৮ বা ১ টেরাবাইট এসএসডি বা এইচডিডি। এর দাম ধরা হয়েছে ৯৫৬ ডলার। কির্বোডকে আলোকিত করতে যোগ করা হয়েছে ১৬ মিলিয়ন কালার। এছাড়াও, আছে চারটি ইউএসবি ৩.০ পোর্ট, দুটি ইউএসবি-সি পোর্ট, এইচডিএমআই ও অডিও জ্যাক।

প্রথমে শুধু চীনেই পাওয়া যাবে গেইমিং নোটবুকটি। আগামী ১৩ এপ্রিল থেকে ল্যাপটপটির অর্ডার দেওয়া যাবে।