24 Live Bangla News

আবহাওয়ার পূর্বাভাস ১৪ ডিসেম্বর ২০১৭

ভোর রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র মাঝারী থেকে হালকা কুয়াশা পড়তে পারে। চট্টগ্রাম ও কক্সবাজার বাদে সারাদেশের তাপমাত্রা ১৫ থেকে ১৮ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে রয়েছে। এদিকে রাজশাহী ও রংপুরে রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে। ফলে সেখানে শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে। গতকাল সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় রংপুর ও রাজশাহী বিভাগ ছাড়া সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। 

Read More Bangla News