# ভ্রু ঘন ঘন প্লাক করবেন না। ভ্রু প্লাক বেশি করলে ভ্রু আরও পাতলা হয়ে যায় এবং আকৃতিও নষ্ট হয়। তাই ২-৩ মাস পর পর ভ্রু প্লাক করা ভালো। এতে আপনার ভ্রু ধীরে ধীরে ঘন হয়ে উঠছে।

# ভ্রু'তে ময়েশ্চারজার ব্যবহার করুন। প্রতিদিন ভ্রুসহ এর আশেপাশে ভ্যাসলিন ব্যবহার করুন। দিনে ২-৩ বার ভ্যাসলিন ভালো করে লাগান। এতে ভ্রু'র ঘনত্ব বাড়বে।

# তেল দিয়ে ভ্রু ম্যাসাজ করুন। ভ্রু ঘন করার জন্য তেল খুব কার্যকরী। কাস্টার, অলিভ ওয়েল অথবা নারকেল তেল দিয়ে ভ্রু মালিশ করতে পারেন। প্রতিরাতে ঘুমানোর আগে কটন বাডে অল্প তেল মিশিয়ে ভ্রুতে ম্যাসাজ করুন।

# ভ্রু ঘন করতে ডিমের সাদা অংশের জুড়ি নেই। কেননা ডিমের সাদা অংশে রয়েছে প্রোটিন। এটি দারুণ উপকারী। ডিমটি ফেটে শুধু সাদা অংশটি ভ্রুতে লাগান এবং ২০ মিনিট পরে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।