ফের চাঁদে মানুষ পাঠানোর তোড়জোড় শুরু করছে NASA। নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৯৭২ সালের পর এই প্রথম। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, চাঁদের পাশাপাশি আরেকটি মঙ্গল মিশনেরও তোড়জোড় শুরু করা হচ্ছে। তবে তারিখ তিনি জানাননি। প্রসঙ্গত, চাঁদ ও মঙ্গল মিশনে যে বিপুল খরচ হবে, তার ফান্ডিংয়ের জন্য মার্কিন কংগ্রেসের সম্মতি দরকার।

হোয়াইট হাউসে NASA-র ভারপ্রাপ্ত প্রধান রবার্ট এম লাইটফুট জুনিয়র-কে মার্কিন প্রেসিডেন্ট নির্দেশ দিয়েছেন, আরেকটি মহাকাশ অভিযান প্রোগ্রামের ব্যবস্থা নিতে। চাঁদে ও পরে মঙ্গলে যাবেন মার্কিন মহাকাশচারীরা। তাঁর কথায়, '১৯৭২ সালের পর মার্কিন মহাকাশচারীদের চন্দ্র অভিযান মহাকাশ গবেষণায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে। তবে এবার শুধু পতাকা পুঁতে আর পায়ের ছাপ রেখেই আসব না।'