পেঁয়াজের ব্যাবহার : চুলের যত্ন পেঁয়াজের ব্যাবহার বহু কাল আগে থেকে চলে আসছে। পেয়াজের খোসা ফেলে দিয়ে তা কয়েকটি টুকরায় ভাগ করে নিয়ে তার রস ব্যাবহার করতে হয়। তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দু বারের বেশি যেন না হয় ।

ডিমের হেয়ার মাস্ক: একটি ডিমের সাদা অংশ ,এক চা চামচ অলিভ অয়েল,এক চা চামচ মধু একত্রে মিশিয়ে এই প্যাক তৈরি করতে হয় । এরপর এটি লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।এই প্রাক সপ্তাহে একবার ব্যাবহার করা যাবে।

আলুর রসের ব্যাবহার : চুলের যত্নে আলুর রসের ব্যাবহার ব্যবহার অনেকের অজানা । আলুর ভিটামিন চুলের জন্র অত্তন্ত সহায়ক।একটি আলু নিয়ে ভালভাবে থেতলে তার রস ব্যাবহার করুন ।১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন ব্যাস । সপ্তাহে ২/৩ বার ব্যাবহার করতে পারেন।

মেহেদী পাতারব্যাবহার : চুলে মেহেদী পাতার ব্যাবহার অনেকের জানা। কিছু পরিমান পাতা ভালভাবে শুকিয়ে গুড়া করুন যেন এককাপ হয় সাথে অর্ধেক পরিমান টকদই দিয়ে ভালভাবে মিশিয়ে ছুলে লাগান ।২০ মিনিট্ পর ধূয়ে ফেলুন ।
চুলের যত্নের আরও বেশি টিপস জানতে আমাদের সাথে থাকুন।সবাই ভাল থাকবেন সুস্থ থা্কবেন।