সঠিক শেড বেছে নিন
নিখুঁত মেকআপের প্রথম শর্ত ফাউন্ডেশনের সঠিক শেডটি বেছে নেওয়া। কৃত্রিম আলোয় নয়, ফাউন্ডেশনের রং বাছুন দিনের আলোয়। চোয়ালের হাড়ের উপর একটুখানি লাগিয়ে দেখুন আপনার ত্বকের পক্ষে শেডটি মানানসই কিনা। হাতের উপর লাগিয়ে শেড টেস্ট করবেন না, কারণ হাতের রঙের সঙ্গে মুখের রঙের পার্থক্য থাকে।

ত্বক আর্দ্র রাখুন
আপনার ত্বক শুষ্ক হলে ফাউন্ডেশনের কারণে আরও শুকনো দেখাতে পারে। নিয়মিত সিরাম, ফেস ক্রিম, আই ক্রিম ব্যবহার করে ত্বকের আর্দ্রতা বজায় রাখুন। ফাউন্ডেশন লাগানোর আগেও ভালো করে ময়েশ্চারাইজ়ার মেখে নিন।

ঠিকমতো ব্লেন্ড করতে নিচের দিকে স্ট্রোক দিন
নিখুঁত ফিনিশের জন্য নিচের দিকে স্ট্রোক দিয়ে ত্বকের সঙ্গে ফাউন্ডেশন ব্লেন্ড করান। হাতের মুভমেন্ট উপরদিকে হলে মুখের রোমছিদ্রে ফাউন্ডেশন জমে গিয়ে রোমছিদ্র আরও স্পষ্ট হয়ে উঠতে পারে।

কনসিলার লাগান ফাউন্ডেশনেরও আগে
মুখের খুঁত, দাগছোপ প্রথমে কনসিলার দিয়ে ঢেকে দিন, তারপর ফাউন্ডেশন লাগান৷ নিখুঁত ফিনিশ পাবেন৷

ফেসমিস্ট লাগান সব শেষে
ফাউন্ডেশন দিয়ে বেস তৈরি করা হয়ে গেলে মুখে ফেসমিস্ট স্প্রে করে নিন৷ এতে মুখে একটা বাড়তি কিন্তু স্বাভাবিক কমনীয়তা ও উজ্জ্বলতা আসবে৷