শিক্ষার্থীদের কথা চিন্তা করে কম দামে ল্যাপটপ নিয়ে এসেছে কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান ডেল। ক্রোমবুক ৫১৯০ মডেলের এই ল্যাপটপ শিক্ষার্থীদের কথা চিন্তা করেই তৈরি করা হয়েছে। এই ল্যাপটপ টানা ১৩ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। ১১ ইঞ্চি ডিসপ্লে এর সাহতে থাকছে দারুন ডিউরোবিলিটি। ১০০০০ মাইক্রো ড্রপ সইতে পারবে এই ল্যাপটপ। এমনকি ৪৮ ইঞ্চি ড্রপ এ ও কিছুই হবে না। 

স্ক্র্যাচ রেসিসট্যান্ট ডিসপ্লের এই ক্রমবুকটির হিঞ্জগুলিও অত্যন্ত শক্তিশালী করে তৈরি করা হয়েছে। এই ল্যাপটপের কিবোর্ডে পানি পড়লেও কোন ক্ষতি হবে না। বিশেষ এই ল্যাপটপটি রয়েছে ক্লাসরুমের জন্য স্পেশাল ফিচার্স। স্কেচ ও হ্যান্ডরাইটিং এর জন্য থাকছে অ্যাকটিভ স্টাইলাস পেন। এর ক্যামেরাকেও শক্তিশালী করে তৈরি করা হয়েছে। প্রসেসর হিসেবে থাকছে ডুয়েল কোয়াড কোর এর ইন্টেল সেলেরন সিরিজের প্রোসেসর 

থাকছে টাইপ সি পোর্ট। ল্যাপটপটি এই মাস থেকে গ্রাহকরা কিনতে পারবেন। ল্যাপটপটি পেতে আপনাকে খরচ করতে হবে মাত্র ২৮৯ ডলার, যা বাংলাদেশের টাকায় ২৪,১০০ টাকার মতন!