চুল পড়া নিয়ে চিন্তিত নই এমন মানুষ খুজে পাওয়াই মুশকিল। কারো চুল পড়ছে প্রচুর পরিমানে, কারও বা নতুন চুল গজাচ্ছে না। এই সব সমস্যার সমাধান হতে পারে পেঁয়াজের তেল। আজ দেখাবো কি করে আপনি বাসায় তৈরি করবেন পেঁয়াজের তেল। বলে রাখি এটি খুব ভালো কাজ করে। তাই অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই তেল রেগুলার ব্যবহার করতে হবে। সপ্তাহে ৩ দিন ১০-১৫ মিনিট ধরে ম্যাসাজ করতে হবে। পেয়াজে প্রচুর পরিমানে সালফার আছে, যা চুল পড়া রোধ ও নতুন চুল গজাতে সাহায্য করে। এই তেলের মূল উপাদান, নারিকেল, পেঁয়াজ ও কালিজিরা। তো চলুন দেখে নেওয়া যাক কি করে তৈরি করবেন পেঁয়াজের তেল। 

প্রথমে ৫টি মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিন। একটি বাটিতে নারিকেল তেল নিয়ে নিন। এবং সমপরিমান পেঁয়াজ নিয়ে নিন। এর সাথে এক চা চামচ কালি জিরা নিতে হবে। সব উপাদান দেওয়া হয়ে গেলে চুলায় একদম কম আচে বসিয়ে দিন। প্রায় ৩০ মিনিট পেঁয়াজ গুলো একদম ব্রাউন কালার হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিন। এক ঘন্টা রেখে দিলে তেল ঠান্ডা হয়ে যাবে। এবার একটি কাচের গ্লাসে একটি ছাকনি দিয়ে ছেকে নিন। পেঁয়াজ চেপে চেপে ছাকে নিন। এই তেল কাচের পাত্রে সংরক্ষণ করুন। ১ মাসের মধ্যেই আপনি এই তেল ব্যবহারের সুফল বুঝতে পারবেন। এবং অবশ্যই ভালো মানের শ্যাম্পু ব্যবহার করবেন। মনে রাখবেন শ্যাম্পুও কিন্তু চুল পড়ার কারণ হতে পারে। 

এই তেল ব্যবহারে কোন উপকার পেলে অবশ্যই পোস্টটি শেয়ার করবেন।