এই মেয়ে সংসারও করবে, লেখাপড়াও করবে। নারীদের শিক্ষার অধিকার পাওয়ার গল্প বলবে প্রথম প্রতিশ্রুতি হচ্ছে। নতুন এই সিরিয়াল প্রচারিত হবে ৫ মার্চ থেকে কালারস বাংলা ও কালারস বাংলা এইচডি তে ভারতীয় সময় রাত সাড়ে নয়টায়। নারীদের শিক্ষা পাওয়ার গল্পের প্লট নিয়ে তৈরি এই ধারাবাহিক কি জয় করতে পারবে দর্শকদের হৃদয়! টেলিপর্দায় এবার ‘সুবর্ণলতা’র মায়ের গল্প! 

আট বছর আগে বাংলা টেলিভিশনের দর্শকের সবচেয়ে প্রিয় ধারাবাহিকগুলির অন্যতম ছিল ‘সুবর্ণলতা’। আশাপূর্ণা দেবীর বিখ্যাত ট্রিলজির এই দ্বিতীয় উপন্যাসটিই সেরা বলে বিবেচিত হয় পাঠকমহলে। কিন্তু তিনটি উপন্যাস না পড়লে পাঠকের কাছে অধরা থেকে যায় সময়ের সঙ্গে সঙ্গে মধ্যবিত্ত বাঙালি সমাজে নারীপ্রগতির ধারণা কীভাবে পাল্টেছে। ছোট সত্যবতীর ভূমিকায় দেখা যাবে শিশু অভিনেত্রী সুস্মেলীকে।