24 Live Bangla News

ফুলকো লুচি তৈরির গোপন রেসিপি

উপকরণ
১. ময়দা-১ কাপ।
২.তেল বা ঘি -২ টেবিল চামচ।
৩. লবণ -১/২ চা চামচ।
৪. পানি- প্রয়জনমত।
৫. সুজি-১ চা চামচ( ইচ্ছা)।

প্রস্তুত প্রণালি
প্রথমে ময়দা ও সুজি তেল/ঘি দিয়ে ময়ান দাও।তারপর লবন দিয়ে মেখে আস্তে আস্তে পানি দিয়ে ভাল করে মথে খামির করতে হবে।খামির টা কে ২০/৩০ মিনিট একটি ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে।তা হলে লুচি ফুলবে ভাল।
পুরো খামিরটাকে ১০/১২ ভাগ করুন। পিঁড়িতে তেল মাখিয়ে লুচি বেলে গরম ডুবোতেলে ভাজতে হবে। ফুলে উঠলে উল্টিয়ে নামিয়ে ফেলুন। পরিবেশন করুন ল্যাবড়া, ভুনা ডাল, মিক্সড সবজি, মাংস ভুনা, চাটনি, সালাদের সাথে।

টিপস
১। লুচি ভাজতে হয় গরম তেলে।ফুলে উঠলেই আরেক পিঠ উলটে কয়েক সেকেন্ড পর নামিয়ে ফেলুন। সাদা থাকতেই। না হয় মচমচে হয়ে শক্ত হয়ে যাবে।
২। যে লুচি চুলা থেকে নামানোর পর দুই আঙুল দিয়ে ছিড়ে খাওয়া যায় সেটাই পারফেক্ট লুচি।
৩। আটা মধ্যম খামির হবে। খুব পাতলা বা শক্ত খামির হবে না।
৪। সুজি না দিলেও সমস্যা নেই।
৫। বেলার সময় ময়দা ব্যাবহার না করে তেল ব্যাবহার করব।কারন ময়দা ভাজার সময় তেলে জমে লুচি কালো হয়ে যাবে।

Read More Bangla News