দীর্ঘ প্রায় ৯ বছর পর জুটি বেঁধে ফের বড় পর্দায় হাজির হচ্ছেন শাকিব খান ও বিদ্যা সিনহা মিম। এ জুটি সর্বশেষ ‘আমার প্রাণের প্রিয়া’ ছবিতে অভিনয় করেছিলেন। আজ সারদেশে মুক্তি পাচ্ছে এই জুটির দ্বিতীয় ছবি ‘আমি নেতা হবো’। ছবিতে আরো অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, কাজী হায়াৎ, ডিজে সোহেল ও সাদেক বাচ্চু প্রমুখ।

 

জানা গেছে, সারাদেশের ১১৭ প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান ও লাক্স তারকা বিদ্যা সিনহা মিম। ছবিটি পরিচালনা করেছেন উত্তম আকাশ। ইতোমধ্যে ‘লাল লিপস্টিক’ নামে একটি আইটেম গানের জন্য ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন শাকিব-মিম। এছাড়া এর আরো কিছু গান এবং ছবির পোস্টার ছবির প্রতি কৌতূহল বাড়িয়ে দিছে দ্বিগুণ।

যেখানে যেখানে দেখা যাবে ‘ আমি নেতা হব’

ঢাকা: যমুনা ব্লকবাস্টারস, মধুমিতা, সনি, পুনম, চিত্রামহল, জোনাকি, আনন্দ, এশিয়া, জনতা, মুক্তি, সেনা অডিটোরিয়াম, গীত, বিজিবি, শ্যামলী, পূরবী, শাহীন, নিউ গুলশান, মতিমহল, চম্পাকলি, মোহনা ও সেনা অডিটোরিয়াম(সাভার)।

ঢাকার বাইরে: সত্যবতী-শেরপুর, উল্লাস সিনেমা-বীরগঞ্জ, দরশন সিনেমা-ভৈরব, শাহীন সিনেমা-বল্লার বাজার, রজনীগন্ধ্যা-চালা, রাজু সিনেমা-ঈশ্বরদী, সেনা অডিটোরিয়াম-ময়মনসিংহ, গ্যারিসন সিনেমা-দয়ারামপুর, আনন্দ সিনেমা-কুলিয়ার চর, দিন্তার সিনেমা-কেশোর হাট, হ্যাপী সিনেমা-লক্ষ্মীপুর, জনতা সিনেমা-জল ঢাকা, সাগর সিনেমা-কালিয়াকৈর, বাবু টকিজ সিনেমা-কিশোরগঞ্জ, চলন্তিকা সিনেমা-গোপালদী।

আলমডাঙ্গা টকিজ-আলমডাঙ্গা, ছন্দা সিনেমা-পটিয়া, আনামিকা সিনেমা-পিরোজপুর, ঝংকার-বকশীগঞ্জ, নাইট হাউস-পারুলিয়া, মুন-হোমনা, আনন্দ-তানোর, সনি-ইসলামপুর, বনলতা-ফরিদপুর, ভাই ভাই সিনেমা-দেওয়ানগঞ্জ, মনোয়ার সিনেমা-ফরিদপুর, রুপকথা-পাবনা, ফালগুনী-নাগরপুর, ভাই ভাই সিনেমা-সখিপুর, পান্না সিনেমা-মুক্তার পুর, মানসী-কিশোরগঞ্জ, হীরক সিনেমা-গোবিন্দগঞ্জ।

উপহার-রাজশাহী, মানসী সিনেমা-খোকসা, চাঁদ মহল-কাচঁপুর, সিক্তা সিনেমা-ধনুট, খোমটা সিনেমা-দূগাপুর, অভিরুচি-বরিশাল, পুর্বাশা সিনেমা-সান্তাহার, কানন সিনেমা-ফেনী, নন্দিতা-সিলেট, কেয়া সিনেমা-টাঙ্গাইল, আলীম সিনেমা-মঠবাডীয়া, গুলশান-নারায়নগঞ্জ, কল্লোল সিনেমা-মধুপুর, মুক্তি সিনেমা-চান্দাইকোণা, মমতাজ-সিরাজ গঞ্জ, কাজলী সিনেমা-মতলব, মেহেরপুর সিনেমা-মেহেরপুর, ঝর্ণা-দাউদকান্দি, মমতাজ মহল-নীলফামারী।

ফিরোজপুর সিনেমা-পাগলা, সান্তনা-হাজীগঞ্জ, নসীব সিনেমা-সাপাহার, রুপালী সিনেমা-কুমিল্লা, কোহিনুর-চাদঁপুর , আলতা সিনেমা-আক্কেলপুর, গ্যারিসন সিনেমা-কুমিল্লা, ঝংকার-পাঁচদোনা, সোনলী সিনেমা-ঘোড়াঘাট, অবসর সিনেমা-সৈয়দপুর, আলমাস-চট্টগ্রাম, ছন্দা-কালিগঞ্জ, ছবিঘর সিনেমা-ঝিনাইদহ,

গেীরী-শাহজাদপুর, রংধনু সিনেমা-নাজিপুর, শঙ্খ সিনেমা-খুলনা, চিত্রালী সিনেমা-খুলনা, ভিক্টোরিয়া সিমেমা-শ্রীমঙ্গল, চন্দ্রিমা সিনেমা, শ্রীপুর, রাজমনি সিনেমা-বোরহানউদ্দিন, বনানী সিনেমা-কুষ্টিয়া, সাধনা সিনেমা-রাজবাড়ী। চিত্রবানী সিনেমা গোপালগঞ্জ, আলতা সিনেমা-সরিষাবাড়ী, উর্বশী সিনেমা-ফুলবাড়ী, রুনা সিনেমা-চালাকচর,নবীন সিনেমা-মানিকগঞ্জ, আনন্দ সিনেমা-কুলিয়ারচর।

লাবনী সিনেমা-সাতক্ষীরা, চান্দনা সিনেমা-জয়দেবপুর, পৃথিবী সিনেমা-জয়পুর হাট, মৌচাক সিনেমা-ভাঙ্গুরা, তুলি সিনেমা-নাভারন, সান্তনা সিনেমা-হাজীগঞ্জ, রাজিয়া সিনেমা-সদরপুর, বৈশাখী সিনেমা-বাউফল, নবীন সিনেমা-নবীনগর, স্বর্ণমহল-রুপসী, পালকী-চান্দিনা, প্রিয়া-গেীরীপুর, মৌসুমী-পাকুন্দিয়া, মল্লিক সিনেমা-উল্লাপাড়া, সোনালি-টেকের হাট, তিতাস-পটুয়াখালী, রুমা সিনেমা-মুক্তাগাছা ও পুর্বাশা সিনেমা-মাগুরা।