24 Live Bangla News

'উত্তেজনা বৃদ্ধির জন্য দায়ী যুক্তরাষ্ট্র'

উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ‘নিউক্লিয়ার ব্ল্যাকমেইল’ এর মাধ্যমে উত্তেজনা বৃদ্ধি করছে বলে অভিযোগ করেছে পিয়ংইয়ং। শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যমে একথা বলা হয়েছে। জাতিসংঘের জ্যেষ্ঠ কর্মকর্তা জেফরী ফ্লেটম্যান সঙ্গে ব্যতিক্রমী এক বৈঠকে এ অভিযোগ উত্থাপন করেছে উত্তর কোরিয়া। খবর এএফপি’র। চলমান সংকট সমধানের লক্ষ্যে পিয়ংইয়ংয়ে পাঁচ দিনের সফর শুরু করতে শনিবার জেফরী বেইজিংয়ে পৌঁছেন। উত্তর কোরিয়া একটি নতুন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর ঘোষণা দেয়ার মাত্র এক সপ্তাহের মধ্যেই তিনি এই সফর করছেন। উত্তর কোরিয়া জানায়, ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্রের যে কোন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। উত্তর কোরীয় কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়, ‘এই বৈঠকে আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যে উত্তর কোরিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের বৈরী নীতি এবং দেশটির নিউক্লিয়ার ব্ল্যাকমেইল-ই কোরীয় উপত্যকায় চলমান উত্তেজনাকর পরিস্থিতির জন্য দায়ী।’ প্রতিবেদনে আরো বলা হয়, উত্তর কোরিয়া বিভিন্ন পর্যায়ে সফরের মধ্যদিয়ে নিয়মিত যোগাযোগের রক্ষায় জাতিসংগের সঙ্গে একমত পোষণ করেছে। প্রতিবেদনটিতে জাতিসংঘ কর্মকর্তার সেঙ্গ কোরীয় নেতা কিম জং-উনের কোন বৈঠকের কথা বলা হয়নি। শনিবার ভোরে ফ্লেটম্যান বেইজিং পৌঁছেন এবং সাংবাদিকদের সঙ্গে কোন কথা না বলেই নগরীর বিমানবন্দর ত্যাগ করেন। বেইজিং উত্তর কোরিয়ার প্রথম ট্রানজিট শহর। চীন উত্তর কোরিয়ার কূটনৈতিক ও সামরিক মিত্র।

Read More Bangla News