জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় শুনতে আদালতের পথে রওনা হওয়ার আগমুহূর্তে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন তার নিকটাত্মীয়রা। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে খালেদা জিয়ার গুলশানের বাসায় আসেন নিকটাত্মীয়রা।
এর মধ্যে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও রয়েছেন। খালেদা জিয়ার প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানান।
জানা গেছে, স্বজনদের সঙ্গে সাক্ষাৎ শেষে পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসায় স্থাপিত ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের উদ্দেশে রওনা দেবেন তিনি। অন্যদিন খালেদা জিয়ার নিজস্ব নিরাপত্তা দল চেয়ারপার্সন সিকিউরিটি ফোর্স-সিএসএফ সদস্যদের নিয়ে আদালতে যান।
তবে আজ আইনশৃঙ্খলা বাহিনীর কড়া প্রহরার মধ্য দিয়ে আদালতে যাবেন বিএনপি চেয়ারপার্সন। তিনি বাসা থেকে বেরিয়ে গুলশান-১, গুলশান-২, নাবিস্কো মোড়, পেরিয়ে মগবাজার ফ্লাইওভার দিয়ে কাকরাইল, হাইকোর্ট ও দোয়েল চত্বর হয়ে বকশীবাজারে আদালতে যেতে পারেন।