সম্পর্কের প্রথম প্রথম ছেলেদের টান একটু বেশি চোখে পড়ে। কিন্তু সময়ের সাথে সাথে তাদের প্রেমে যেন ভাটা পড়ে। এরকমটা হলে মন খারাপ হয়ে যাওয়া সত্যিই খুব স্বাভাবিক৷ সম্পর্কে ভুল বোঝাবুঝি, ঝগড়াঝাঁটি তো হতেই পারে আবার মিটেও যায়৷ মুশকিল হয়, যখন কোনও একপক্ষ কথা বলাই বন্ধ করে দেন৷ আপনার প্রেমিকও কি ঝগড়া হলে বা মাঝেমাঝে কোনও কারণ ছাড়াই চুপ করে যান, আপনাকে উপেক্ষা করা শুরু করেন? বরফ গলানোর জন্য কী কী করতে হবে আপনাকে, দেখে নিন এক নজরে৷

১) আত্মসমালোচনা করুন: আপনার কোনও আচরণে উনি ক্ষুব্ধ নন তো? আপনি কি ওঁর কাছে অন্যায্য কোনও দাবি করে বসেছেন বা এমন কিছু করেছেন যা ওঁর কাছে নীতিবিরোধী? এ ধরনের কিছু করেছেন বলে মনে হলে ভুল স্বীকার করে ওঁর সঙ্গে ব্যাপারটা মিটিয়ে নিন৷

২) ঘ্যানঘ্যান করবেন না: এমনও হতে পারে, কথা বন্ধ করে দেওয়ার মাধ্যমে উনি হয়তো বেশি করে আপনার মনোযোগই পেতে চাইছেন৷ কার্যকারণ যাই হোক না কেন, ঘ্যানঘ্যান করবেন না একেবারেই৷ বরং ওঁকে কিছুটা সময় একা থাকতে দিন৷ ওঁকে বেশি মনোযোগ দিয়ে ফেললে পরেরবার ঝগড়ার সময়ও একই রাস্তা বেছে নেওয়ার সুযোগ পেয়ে যাবেন উনি৷

৩) নিজের কাজে মন দিন: আপনার প্রেমিক আপনার সঙ্গে কথা বলছেন না, কিন্তু তার মানে এই নয় যে, আপনি সব কাজ ফেলে ওঁর মান ভাঙানোর জন্য হত্যে দিয়ে পড়ে থাকবেন৷ আপনি চেষ্টা করেও যদি সাইলেন্ট জ়োন থেকে ওঁকে বের করে না আনতে পারেন, তা হলে সময় নষ্ট না করে নিজের কাজ করুন৷ এটা করা কঠিন, কিন্তু আপনাকে করতেই হবে৷ আপনার পার্টনার যদি সত্যিই আপনাদের সম্পর্কটাকে মূল্য দেন, তা হলে উনিই ফের এগিয়ে আসবেন৷

৪) আত্মমর্যাদা ধরে রাখুন: সঙ্গীকে বুঝিয়ে দিন, সম্পর্কে সমস্যা আসতেই পারে আর প্রাপ্তবয়স্কদের মতো করেই তার মোকাবিলা করতে হয়৷ কথা বন্ধ করে দেওয়াটা কোনও সমাধান নয় আর ওঁর এ ধরনের ছেলেমানুষি আচরণ আপনি বেশিদিন বরদাস্ত করবেন না৷ আপনাদের মধ্যে সত্যিই ভালোবাসা থাকলে সম্পর্ক বাঁচিয়ে রাখার তাগিদে ফের হাত বাড়াবেন উনি।