24 Live Bangla News

জয়পুরহাটে ৩,৪৮৭ হেক্টর বোরো বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা

জয়পুরহাট জেলায় বোরো চাষ সফল করতে ৩ হাজার ৪ শ ৮৭ হেক্টর জমিতে বোরো বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্র বাসস’কে জানায়, জেলায় এবার ৭২ হাজার ৭শ’ ৮৫ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বোরো চাষ সফল করতে বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা ধার্য করা হয় ৩ হাজার ৪ শ ৮৭ হেক্টর। ইতোমধ্যে এক শ ৫০ হেক্টর জমিতে বীজতলা তৈরির কাজ সম্পন্ন হয়েছে বলে জানায় স্থানিয় কৃষি বিভাগ।

কৃষি বিভাগ জানায়, বোরো বীজ গুলোর মধ্যে রয়েছে বিআর- ১৬, ২৮, বিআর-২৯ ও ব্রি-ধান ৫০, ৫৮ ও ৫৯। কৃষকদের মাঝে উন্নত জাতের বোরো বীজ সরবরাহ করা হয়েছে বলে জানান, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন জয়পুরহাটের সিনিয়র সহকারি পরিচালক এনামুল হক। নিজস্ব বিক্রয় কেন্দ্রসহ জেলার ১শ’ ১৪ জন বীজ ডিলারের মাধ্যম ২শ’ ৭ মেট্রিক টন বীজ বিক্রি করা হয়েছে বলেও জানান তিনি। চলতি মৌসুমে বোরো চাষ সফল করতে মাঠ পর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক সুধেন্দ্র নাথ রায়।

Read More Bangla News