বাবা হচ্ছেন বাংলাদেশ দলের টেস্ট ও ওয়ানডে দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন খবরটি নিশ্চিত করেছেন। আজ সোমবার কিংবা মঙ্গলবারই মুশফিক পরিবারে নতুন অতিথি আসতে পারে। তবে সন্তান ছেলে না মেয়ে তা জানাতে পারেননি তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) একটি বিশ্বস্ত সূত্র জানায়, স্ত্রী সন্তানসম্ভবা এবং সময়টাও খুব কাছাকাছি হওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ছুটি চেয়ে আবেদন করেন মুশফিক। কিন্তু একই সময় ইনজুরিতে পড়েন সাকিব আল হাসান।

গুরুত্বপূর্ণ এক খেলোয়াড়কে হারানোই মুশফিকের ছুটি মঞ্জুর করা হয়নি। তবে সৌভাগ্যক্রমে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময়টা দুই টেস্টের মাঝামাঝি হওয়ায় স্ত্রীর পাশে থাকার সুযোগ পেয়ে গেছেন মুশফিক। দক্ষিণ আফ্রিকা সিরিজের পরই স্ত্রী মন্ডিকে চিকিৎসার জন্য থাইল্যান্ডে নিয়ে গিয়েছিলেন মুশফিক। তখনই বাবা হওয়ার বিষয়টি সবার সামনে আসে। উল্লেখ্য, ২০১৩ সালের অক্টোবরে জান্নাতুল কিফায়াত মন্ডির সঙ্গে মুশফিকের বাগদান সম্পন্ন হয়। এর প্রায় এক বছর পর ২০১৪ সালের ২৫শে সেপ্টেম্বর এই জুটি বিবাহ বন্ধনে আবদ্ধ হন।